Categories
Uncategorized

করোনা খুবই ‘ইন্টারেস্টিং’ বিষয় : ট্রাম্প

করোনাভাইরাসে সংক্রমিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “কোভিড-১৯ নিয়ে আমি অনেক কিছু জেনেছি। বিষয়টি স্কুলে গিয়ে জানার মতো করেই জেনেছি, বুঝেছিও। এটা খুবই ‘ইন্টারেস্টিং’ বিষয়। এই বিষয়টি সামনে সবাইকে জানাব আমি।”

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াল্টার রিড হাসপাতাল থেকে টুইট করা এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।

এদিকে হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মাস্ক পরে গাড়িতে বসে আছেন। হাত নাড়ছেন সমর্থকদের উদ্দেশে।

October 4, 2020
হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে সমর্থকদের অভিবাদন জানান করোনায় সংক্রমিত ট্রাম্প।
হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে সমর্থকদের অভিবাদন জানান করোনায় সংক্রমিত ট্রাম্প। ছবি: রয়টার্স
ট্রাম্পের এমন কাজ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ওয়াল্টার রিড হাসপাতালের একজন চিকিৎসকও উদ্বেগ জানিয়েছেন।

প্রেসিডেনশিয়াল হিস্টোরিয়ান মাইকেল বিশ্লস এক টুইটে বলেন, কেন একজন অসুস্থ প্রেসিডেন্ট সমর্থকদের অভিবাদন জানাতে হাসপাতালের বাইরে যাবেন? গাড়ির মধ্যে থাকা সিক্রেট সার্ভিসের লোকজনকে কেন তিনি স্বাস্থ্যঝুঁকিতে ফেলবেন?

ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস ট্রাম্পের এমন মোটরযাত্রাকে উন্মাদনা বলেছেন। তিনি বলেন, গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের জীবন এতে ঝুঁকিতে পড়বে। ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে না থেকে রাজনৈতিক এমন নাটকের জন্য কেউ মারাও যেতে পারে বলে এই চিকিৎসক মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *